২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লাশ হয়ে বাড়ি ফিরলেন সুলতান

-

পরিবারের সাথে দেখা করতে কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন সুলতান। কার্যত দেশ অনেকটাই লকডাউন থাকায় মোটরসাইকেল নিয়েই পরিবারের সদস্যদের সাথে দেখা করতে যাচ্ছিলেন তিনি। কিন্তু বাড়ি ফেরা হলো না তার। সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন পরিবারের কাছে।

নিহত সুলতান আহম্মেদ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাঙ্গলশিমুল এলাকার মোতালেব হোসেনের ছেলে এবং রাজধানীর উত্তরা এপিবিএনের সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে রাজধানীর উত্তরা থেকে মোটরসাইকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তাদের বাড়িতে যাচ্ছিলেন পুলিশ সদস্য সুলতান আহম্মেদ ও সাদ্দাম হোসেন। রাত সাড়ে ১০টার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কেটে ফেলে রাখা একটি গাছের গুড়ির সাথে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন সুলতান আহম্মদ ও সাদ্দাম হোসেন। তাদেরকে উদ্ধার করে প্রথমে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে সুলতান আহম্মেদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকায় আনার পথে রাত দেড়টার দিকে রাস্তায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি মাইনউদ্দিন জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণে না রাখতে পারায় গাছের সাথে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয়ে মারা যান এপিবিএনের এক সদস্য। আরেকজনের তেমন কোনো সমস্যা হয়নি। তিনি সুস্থ আছেন।


আরো সংবাদ



premium cement