২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

ভালুকায় পেপার মিলের রুলারে পিষ্ট হয়ে শ্রমিক নিহত

-

ময়মনসিংহের ভালুকায় ভূঁইয়া পেপার মিলস লিমিটেড নামে একটি কারখানায় মেশিনের রুলারের সাথে পিষ্ট হয়ে মাসুদ রানা (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার কাশর গ্রামে।

নিহত মাসুদ রানা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাঁশদী গ্রামের ঈমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার কাশর এলাকায় অবস্থিত ভূঁইয়া পেপার মিলস্ লিমিটেডে মেশিনে ত্র“টি দেখা দিলে মিলশ্রমিক মাসুদ রানা মেরামত করতে যান। এসময় অসাবধানতাবসত মাসুদের ডান হাত মেশিনের ভেতর চলে গেলে হাত, পা ও পেটে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি গুরুতর আহত হন। কিন্তু তাকে হাসপাতালে না নিয়ে ঘন্টাব্যাপী ফ্যাক্টরির দায়িত্বে থাকা ডাক্তার রেজাউল করিম তার চিকিৎসা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় এক ঘন্টা পর তিনি মারা যান।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ রাত ১১টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, রাত ৮টায় মেশিনে আটকে আহত হওয়ার পরও মাসুদকে কারখানার কর্তৃপক্ষ হাসপাতালে না নিয়ে বিনা চিকিৎসায় কারখানার ফ্লোরেই রেখে দেয়, দ্রুত হাসপাতালে নিলে হয়তো তিনি বেঁচে যেতেন।

নিহতের চাচা অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলভী মো: মুসলেম উদ্দিন জানান, ময়না তদন্তের পর লাশ দাফন করে আইনের সাহায্য নেয়া হবে।

এ বিষয়ে কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) মো: রুহুল আমীন জানান, কাজ করার সময় অসাবধানতাবসত হাতটি মেশিনে চলে গেলে শ্রমিক মাসুদ রানা গুরুতর আহত আহত হয়ে মারা যান।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনউদ্দিন জানান, কাগজের মিলের মেশিন জ্যামে বন্ধ হয়ে গেলে মাসুদ দোতলা থেকে নিচে এসে জ্যাম ছাড়াতে গিয়ে মেশিনের রুলারের সঙ্গে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
বরিশালে স্কুলছাত্রের লাশ উদ্ধার সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানে বোমা হামলার হুমকি আসে : ডিএমপি বরিশালে বিএম কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত বিএনপি দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, শ্যামনগরে ১৪৪ ধারা জারি কোরআন পোড়ানোর প্রতিবাদে রাবি শাখা শিবিরের উদ্যোগে কোরআন বিতরণ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় করা পেছাল আইএমএফ আখাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩ সাংবাদিক ফারজানা রুপা-শাকিলের জামিন স্থগিত রাঙ্গাবালীতে কলেজ কমিটি নিয়ে অসন্তোষ : সভাপতির মামলা, শিক্ষার্থীদের আল্টিমেটাম

সকল