বাকৃবিতে ধারালো অস্ত্রসহ আটক ৫
- বাকৃবি প্রতিনিধি
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৯
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছিনতাইয়ের উপকরণসহ সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পুলিশ। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ধারালো অস্ত্র ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিনার সামনের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি পুলিশ ক্যাম্পের দায়িত্বরত সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান।
আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের ভাঁটিকেশর (পলাশপুর রোড) এলাকার রিফাত ইসলাম (২৮) এবং বিশ্ববিদ্যালয়ের বয়ড়া পশ্চিম পাড়ার সুপারি বাগান এলাকার রাজীব (১৬), মো: কাওসার মিয়া (১৭), মো: নাঈন (১৪) ও শামীন (১৩)।
পুলিশ সূত্রে জানা যায়, ‘আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমবাগান এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনী টহল দিচ্ছিল। এ সময় একটি অটোরিকশার মধ্যে চারজনকে সন্দেহ হলে অটোরিকশাচালকসহ ওই চারজনকে আটক করে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাদের কাছে থেকে চাইনিজ ছুরি, ক্ষুর, জন্ম নিরোধকের উপকরণ, মাদক সেবনের উপকরণ, কাঁচি, দিয়াশলাই এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো: আনিছুর রহমান মজুমদার বলেন, ‘সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে এবং আমরা এ বিষয়ে খবর পেয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টরকে জানিয়েছি, যাতে তাদেরকে কোতোয়ালি থানার পুলিশের কাছে সোপর্দ করে দেয়া হয়।’
বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় সকলকে আরো বেশি সজাগ থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যদের বলা হয়েছে যাতে তারা তাদের টহল কার্যক্রম বাড়িয়ে দেন।’
আটক ব্যক্তিদের বিষয়ে সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, ‘বিভিন্ন সময় ক্যাম্পাসে চুরি ও ছিনতাইয়ের অভিযোগ এলেও উপযুক্ত প্রমাণের অভাবে আমরা অভিযুক্তদের ধরতে ব্যর্থ হই। আজকে আমাদের টহল বাহিনী বিনার থেকে একটু সামনে এদের আটক করে। পরে তল্লাশি করে আমরা এদের কাছে থেকে ধারালো অস্ত্রসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করি। এদের কাছ থেকে পাওয়া মোবাইলে আমরা বিভিন্ন মাদকদ্রব্য ও অস্ত্রের ছবি পাই। আমরা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসিকে এই বিষয়ে অবগত করেছি, তার দল এসে আটক ব্যক্তিদের নিয়ে যাবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা