২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

ঈশ্বরগঞ্জে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক মিটির বিরোধীতা করে মশাল মিছিল

ঈশ্বরগঞ্জে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক মিটির বিরোধীতা করে মশাল মিছিল করা হয়েছে। - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক মিটির বিরোধীতা করে মশাল মিছিল করেছে দলের একটি অংশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ঈশ্বরগঞ্জের পৌর সদরে ওই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, দলের উচ্চ পর্যায়ের নির্দেশ মোতাবেক আজ শনিবার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে ময়মনসিংহ জেলা ও সব উপজেলা থেকে মিছিল নিয়ে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। কিন্তু ওই সমাবেশে সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন অংশগ্রহণ না করে কিছু লোকজন নিয়ে ঈশ্বরগঞ্জ পৌর সদরে মশাল মিছিল করেন।

উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, আজ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে তারাকান্দায় সমাবেশ ছিল। আমরা শুনতে পেরেছি সেই সমাবেশে যোগ না দিয়ে ২০ থেকে ২৫টা মশাল নিয়ে সাবেক এমপি শাহনুরুল কবির শাহীনের লোকজন একটি মিছিল করে আমাদের দলীয় ভাবমূর্তি নষ্ট করেছে। এর আগেও আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন তিনি। নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে। তিনি সাবেক এমপি। তাকে সম্মান করি। তার শুভবুদ্ধির উদয় হোক।

সাবেক এমপি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য শাহ নুরুল কবীর শাহীন বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না।


আরো সংবাদ



premium cement