ভালুকায় ভেকুতে দুর্বৃত্তদের আগুন
- ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০০
ময়মনসিংহের ভালুকায় দুর্বৃত্তরা আগুন দিয়ে একটি ভেকু পুড়িয়ে ফেলেছে। এতে প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ভেকু মালিকের দাবি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের কারা হয়েছে।
অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা যায়, পাশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ফরিদপুর গ্রামের আতিকুর রহমান রিফাদ ভালুকা উপজেলার পালগাঁও গ্রামের মরহুম ইউছুব আলীর ছেলে মো: শামসুল হকের মালিকানা জমিতে ভেকু দিয়ে মাটি কাটার কাজ করছিলেন। বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা ভেকুটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
ভেকু মালিক আতিকুর রহমান রিফাদ জানান, এলাকার আব্দুল হালিমের ছেলে মো: রাহাদ ওই জমিটি হতে মাটি কাটতে চেয়েছিলো। কিন্তু তার সাথে জমি মালিকের দরদামে বনিবনা না হওয়ায় তিনি ওই জমির মাটি কাটার কাজ নেন। পরে প্রতিপক্ষরা মাটি কাটতে না পারায় বিরোধ ও শক্রতা পোষণ করে আসছিল। এমনকি ওই বিরোধের জের ধরে ভেকুর ক্ষয়ক্ষতি করারও হুমকি দিয়ে আসছিল।
এ ঘটনায় মো: আব্দুল হালিম (৫৮), মো: রাহাদ (৩২), মো: সুজন (৩৫), আব্দুল বারী (৬০), মো: ইকবাল মো: মজিবর (৪৫), মো: রফিকুল ইসলাম (৪৪), মো: লিটন (৪৬), মো: মিন্টু মিয়া (৩৮), মো: জুয়েল (৩৫), মো: নাঈম (২৭) ও মো: হানিফকে (৫০) বিবাদী করে ভেকু মালিক আতিকুর রহমান রিফাদ ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত আব্দুল হালিমের মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, ভেকু মালিককে তিনি চেনেনও না বা তার সাথে কোনো বিরোধ আছে বলে তার জানা নেই। তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।
ভালুকা মডেলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা