চিকিৎসায় অবহেলায় কারখানা কর্মকর্তার মৃত্যু, ভালুকায় মহাসড়ক অবরোধ
- ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪২
ময়মনসিংহের ভালুকায় পিএ নিটস কম্পোজিট লিমিটেডের কাটিং ইনচার্জ ওবায়দুল শেখ (৪৫) স্ট্রোক করে মারা যাওয়ার ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করে রাখে। ঘটনাটি ঘটেছে রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) অবরোধ চলছিল।
শ্রমিক ও স্থানীয় জানা যায়, উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত পিএ নিটস কম্পোজিট লিমিটেডের কাটিং ইনচার্জ ওবায়দুল শেখ ঘটনার দিন দুপুরে খাওয়ার পর অফিসে বসেছিলেন। এ সময় হঠাৎ তিনি বমি করে অসুস্থ হয়ে পড়েন। তাকে কোম্পানির ভেতরে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়ার পর সুস্থ না হয়ে উঠায় তাকে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন কোম্পানির কর্তব্যরত চিকিৎসক। অসুস্থ ওবায়দুল শেখকে আশঙ্কাজনক অবস্থায় ভালুকা সরকারি হাসপাতালে পাঠানোর জন্য কোম্পানির একটি গাড়ি চাওয়া হলেও কর্তৃপক্ষ গাড়ি দিতে অস্বীকার করেন। পরে তাকে অটোরিকশা যোগে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের উদ্দেশে রওয়ানা দিলে পথিমধ্যে তিনি মারা যান। এতে ক্ষোব্ধ হয়ে মিলের সহস্ত্রাধিক শ্রমিক আট দফা দাবিতে সন্ধ্যা ৬টা থেকে মহাসড়ক অবরোধ করে রাখেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮ টা) মহাসড়ক অবরোধ রয়েছে। খবর পেয়ে থানা, হাইওয়ে ও শিল্পপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে দফায় দফায় বৈঠক করে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিতে ব্যর্থ হয়। শ্রমিকদের ৮দফা দাবির মাঝে রয়েছে, কোম্পানির জিএম, অ্যাডমিন ম্যানেজার ও কোম্পানির ডাক্তারের পদত্যাগ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, দুপুরে খাওয়ার পর কোম্পানির কাটিং ইনচার্জ ওবায়দুল শেখ বমি করে অসুস্থ হয়ে পড়লে প্রাথমিকভাবে কোম্পানির ভেতরে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। এতে সুস্থ না হওয়ায় তাকে হাসপাতালে পাঠানোর জন্য কোম্পানির একটি গাড়ি চাইলে গাড়ি না দেয়ায় অটোরিকশা দিয়ে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। চিকিৎসার অবহেলার জন্য মিল কর্তৃপক্ষকে দায়ী করে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন।