আবু সাঈদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার
- জামালপুর প্রতিনিধি
- ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৯
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে শহীদ শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে জামালপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে ইসলামপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আকাশ ইসলামপুর সদর ইউনিয়নের গঙ্গাপাড়া গ্রামের শাহ্ নেওয়াজ চৌধুরী শাহিনের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল্লাহ সাইফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আকাশ আবু সাঈদ হত্যা মামলার ৫৮ নম্বর আসামি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় ৩২ নেতাকর্মীর নাম উল্লেখসহ সন্ত্রাসবিরোধী আইনে ইসলামপুর থানায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা