১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

ইসলা‌মের প‌ক্ষে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর

ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে ইসলা‌মি ট্রাস্ট আ‌য়ো‌জিত তাফ‌সীরুল কুরআন মাহ‌ফিলে প্রধান মুফাসসিরের বক্তব্য দেন ড. মিজানুর রহমান আজহারী। - ছবি : নয়া দিগন্ত

ইসলা‌মের প‌ক্ষে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী।

শ‌নিবার (১৫ ফ্রেব্রুয়া‌রি) দুপুর সোয়া ২টায় ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে ইসলা‌মি ট্রাস্ট আ‌য়ো‌জিত তাফ‌সীরুল কুরআন মাহ‌ফিলে প্রধান মুফাসসিরের বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

এ সময় মিজানুর রহমান আজহারী বলেন, তাফসীরুল কুরআন মাহ‌ফি‌লের মঞ্চ হ‌লো ইসলা‌মের প‌ক্ষে দলমত নি‌র্বিশে‌ষে জাতীয় ঐক্যের মঞ্চ। আজকে এই মঞ্চে বিএনপির প্রিন্স ভাই জেলা বিএনপির পুরো টিম নিয়ে এসেছেন। জামায়াতের আকন্দ ভাই এসেছেন। বৈষম্যবিরোধী ছাত্ররাও এসেছেন। এতে বোঝা যায় পুরো বাংলাদেশ আজকের এই মঞ্চে। এটা অনেক সুন্দর বাংলা‌দেশ। সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর সুন্দর বাংলা‌দেশ বিনির্মাণে কাজ করতে হবে।

দুপুর ২টায় তিনি কড়া নিরাপত্তার মধ‍্য দিয়ে তাফ‌সীরুল কুরআন মাহ‌ফিল মঞ্চে আসেন। এ সময় দুই হাত উঁচিয়ে উপস্থিত লাখ লাখ জনতাকে শুভেচ্ছা জানান। এ সময় আয়োজক কমিটি আল ইসলাম ট্রাস্ট এবং বৈষম‍্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সাথে বিএনপির পক্ষ থেকে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃ‌ত্বে এবং ম‌তিউর রহমান আক‌ন্দের নেতৃ‌ত্বে জামা‌য়েতের নেতারা এই ইসলামি স্কলারকে ফুলেল শুভেচ্ছা জানান।

৯ ঘণ্টাব্যাপী তাফসির মাহফিলটি সকাল ৮টায় শুরু হয়ে বি‌কেল ৪টায় শেষ হয়। এর আগে সকাল থেকে আজহারীর আসার খবরে মানুষের ঢল নামে। শ‌নিবার পৌ‌নে ২টায় তি‌নি হেলিকপ্টারে করে ময়মন‌সিংহ স্টে‌ডিয়া‌মে আসেন। প‌রে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় গা‌ড়ি যোগে তি‌নি তাফসির মাহ‌ফিল ম‌ঞ্চে উপ‌স্থিত হন। প‌রে দুপুর সোয়া ২টায় তি‌নি তাফসীরুল কুরআন মাহফি‌লে প্রধান মুফা‌স‌সির হি‌সে‌বে বয়ান শুরু ক‌‌রেন।

ওই মাহফিলে শতবর্ষী আলেমে দ্বীন হাফেজ মাওলানা নূরুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে আম‌ন্ত্রিত মুফাস‌সি‌রিন হি‌সে‌বে বয়ান ক‌রেন এটিএন বাংলার আলোচক ও ধানম‌ন্ডি সোবহানবাগ মসজিদ মাদরাসা কম‌প্লে‌ক্সের খ‌তিব শাইখ শাহ ওয়ালী উল্লাহ, বাংলা‌দেশ বেতার ও বি‌টিভির তাফসীরকারক, রূপায়ন টাউন কেন্দ্রীয় জা‌মে মস‌জি‌দের খ‌তিব শাইখ মুহাম্মদ জামাল উদ্দীন ও মাওলানা ম‌নিরুল ইসলাম মজুমদার।

শু‌ভেচ্ছা বক্তব‌্য রা‌খেন মহানগর জামা‌য়ে‌তের না‌য়ে‌বে আমির আসাদুজ্জামান সো‌হেল। এছাড়াও বক্তব‌্য রা‌খেন, মাহ‌ফিল আ‌য়োজক ক‌মি‌টির আহ্বায়ক অধ‌্যক্ষ কামরুল হাসান মিলন, কেন্দ্রীয় বিএন‌পির যুগ্ম মহাস‌চিব এমরান সা‌লেহ প্রিন্স, কেন্দ্রীয় জামা‌য়ে‌তের প্রচার সম্পাদক ম‌তিউর রহমার আকন্দ, জেলা জামা‌য়ে‌তে ইসলা‌মীর আমির মাওলানা আব্দুল ক‌রিম, ময়মন‌সিংহ দ‌ক্ষিণ জেলা বিএন‌পির সদস‌্য আহ্বায়ক জা‌কির হো‌সেন বাবলু, সদস‌্যস‌চিব রোকনুজ্জামান সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী প্রমুখ। ম‌ঞ্চে উপ‌স্থিত ছি‌লেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।


আরো সংবাদ



premium cement
কাশিয়ানীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বের শীর্ষে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে ঢাকায় পতন, চট্টগ্রামে উত্থান রুশ-মার্কিন আলোচনার ক্ষুব্ধ জেলেনস্কি, ট্রাম্পের জবাব কুয়েট ভিসির পদত্যাগসহ ৫ দফা দাবি, অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ হাসিনার সাবেক সামরিক সচিব মিয়াজী আটক উদ্বোধনী ম্যাচের আগে দর্শকের আনন্দ দেবে পাকিস্তান বিমানবাহিনী শনিবার ৬ ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেবে হামাস খালেদা জিয়ার নাইকো মামলার রায় আজ চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে আজ, মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড হাসিনার কলরেকর্ড ট্রাইব্যুনালে

সকল