১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ ফাল্গুন ১৪৩১, ১৬ শাবান ১৪৪৬
`

মুক্তাগাছায় ১৩ দিন ধরে নিখোঁজ হোটেলকর্মী রুবেল

- ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেচুয়া বাজারের হোটেলকর্মী রুবেল (১২) ১৩ দিন ধরে নিখোঁজ। সোমবার (৩ ফেব্রুয়ারি) চেচুয়া বাজারের হাসুর হোটেলে কাজে গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজের পরও ছেলের সন্ধান না পেয়ে রুবেলের বাবা হোসেন আলী মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। হোটেলকর্মী রুবেল নিখোঁজ নাকি অপহরণ এ নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

রুবেল উপজেলার চেচুয়ার রাঘববাড়ি এলাকার বাসিন্দা হোসেন আলীর ছেলে। তিনি চেচুয়া বাজারের পাহাড়িয়া রোডে হাসু মিয়ার হোটেলে কাজ করত বলে জানা গেছে।

নিখোঁজ রুবেলের মা শিউলি আক্তার কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, ‘আমি মানুষের বাড়ি বাড়ি হাত পেতে টাকা তুলে ছেলেকে খুজতেছি। এখন আর কোনো উপায় দেখছি না।‘

তিনি বলেন, ‘আমার ছেলেকে বাড়ির সকলের সামনে রেজিয়া ডেকে নিয়ে যায়। তারপর থেকে আর ছেলেকে খোঁজে পাচ্ছি না। এলাকার মাতাব্বর, থানা পুলিশ ও র‌্যাবের অফিসে কয়েকদিন ধরে ঘোরাঘুরি করতেছি। কিন্তু কেউ আমার ছেলে সন্ধান দিতে পারল না। আমি আমার ছেলেকে ফেরত চাই।‘

রুবেলের বাবা হোসেন আলী বলেন, ‘সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে প্রতিবেশি রেজিয়া খাতুন বাড়িতে এসে হাসুর হোটেলে তার সাথে কাজে যাওয়ার কথা বলে নিয়ে বের হয়। কিন্তু কাজ শেষে রুবেল বাড়িতে ফিরেনি। রুবেলকে খোঁজতে হাসু মিয়ার হোটেলে গেলে হাসু মিয়া বলেন রুবেল ওইদিন কাজে আসেনি।‘

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশুটি আসলে কোথায় আছে তার তদন্ত চলছে। তাকে খুঁজতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।‘


আরো সংবাদ



premium cement