১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ ফাল্গুন ১৪৩১, ১৬ শাবান ১৪৪৬
`

ময়মন‌সিং‌হে আজহারীর মাহফিল শুরু

বিএনপি-জামায়াতের ফুলেল শুভেচ্ছা
ময়মনসিংহ সা‌র্কিট হাউজ মা‌ঠে আজহারীর মাহফিল শুরু হয়েছে। শনিবার, ১৫ ফেব্রুয়ারি, দুপুর। - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহে জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারীর তাফসিল কুরআন মাহফিল শুরু হয়েছে। শ‌নিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আনুষ্ঠা‌নিকভা‌বে এ মাহফিল শুরু হ‌য়। মাহফিলে উপস্থিত হয়েছেন ড. মিজানুর রহমান আজহারী।

এ সময় আয়োজক কমিটি আল ইসলাম ট্রাস্ট এবং বৈষম‍্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সাথে বিএনপির পক্ষ থেকে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস‍্যসচিব রোকনুজ্জামান সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মোতাহার হোসেন তালুকদারও তাকে শুভেচ্ছা জানান।

মাহফিলে সভাপতিত্ব করছেন শতবর্ষী আলেমে দ্বীন হাফেজ মাওলানা নূরুল ইসলাম। বয়ান কর‌ছেন প্রখ‌্যাত ইসলা‌মি চিন্তা‌বিদ মাওলানা শাহ ওয়া‌লি উল্লাহসহ দে‌শের প্রখ‌্যাত আলেমরা।

গতকাল শুক্রবার রাত থে‌কেই মাহ‌ফিল স্থ‌লে জনতার ঢল নেমে‌ছে। জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারীর বয়ান শোনার জন্য ভোর থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা দ‌লে দ‌লে মাহ‌ফিল ময়দা‌নে জমায়েত শুরু করেন। বেলা সা‌ড়ে ১১টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহা‌সিক সা‌র্কিট হাউজ মা‌ঠের গোটা মাহফিল এলাকা।

মাহফিলকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আয়োজক কমিটি ও প্রশাসন। ময়মন‌সিংহ জেলা পুলিশের অনেকগুলো বিশেষ টিম মাহ‌ফি‌লের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এছাড়া র‍্যাব, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে তৎপর রয়েছেন।

এ ব্যাপারে কো‌তোয়া‌লি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স‌ফিকুল ইসলাম খান বলেন, এত বিশাল জমায়েতের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রীয় দায়িত্ব। এজন্য পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও কাজ করছে।

তাফসির মাহফিলে মিজানুর রহমান আজহারীর পাশাপাশি আরো জনপ্রিয় ইসলামিক বক্তাদের আলোচনা করার কথা রয়েছে। মাহফিল কমিটির সদস্যরা জানিয়েছেন, আজহারীর উপস্থিতি এই মাহফিলের প্রতি মানুষের আগ্রহ আরো বাড়িয়েছে।

মাহফিল কমিটি জানায়, আজহারী সা‌হেব আজ দুপু‌রের আগেই হেলিকপ্টারে ময়মন‌সিংহ পৌঁছান। দীর্ঘ বিরতির পর তার এমন উপস্থিতি নিয়ে ধর্মপ্রাণ মানুষদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

শ‌নিবার (১৫ ফেব্রুয়ারি) ভো‌রে সরেজমিনে দেখা যায়, ধর্মপ্রাণ মুসল্লিরা দ‌লে দ‌লে মাহফিলের ময়দানে আসছেন। অনেকে ময়মনসিংহ বিভাগ ছাড়াও বিভিন্ন জেলা-উপজেলা থেকে এসেছেন। কেউ একা, কেউ পরিবারের সদস্যদের নিয়ে, কেউ বন্ধুদের নিয়ে, আবার কেউ পরিচিতজনদের সাথে করে নিয়ে এসেছেন।

আয়োজকরা জানিয়েছেন, মাহফিল উপলক্ষে ১০ থেকে ১৫ লাখের অধিক মানুষের সমাগম ঘটেছে।

২২‌টি এলইডির মাধ্যমে বয়ান প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক বিদ্যুতের জন্য রয়েছে জেনারেটর। পাশাপাশি ফ্রি ওয়াইফাই, স্যানিটেশন, পর্যাপ্ত সুপেয় পানি, চার শতাধিক অজুখানার ব্যবস্থা, ইন্টারনেট সচল রাখার জন্য বাংলালিংক টাওয়ার, রয়েছে স্বেচ্ছাসেবক দল, সমাগম কেন্দ্র করে রয়েছে তিনটি মেডিক্যাল ক্যাম্প।

এবার মাহফিলে বিপুল সংখ্যক মানুষ উপস্থিতির কারণে এদিন শহরে যানবাহন চলাচলেও কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। শম্ভুগঞ্জ ব্রিজের আগেই বড় যানবাহনকে আটকে দেয়া হবে। এছাড়া নগরীর মাসকান্দা, আকুয়া বাইপাস ও রহমতপুর বাইপাসে আটকে দেয়া হবে বড় যানবাহন। তবে শহরের অবস্থা অনুযায়ী ইজিবাইক (অটো) চলাচল করবে। এদিন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ময়মনসিংহে। সেক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের জন্য শহরে চলাচলে কোনো বাধা থাকবে না। তবে মূল শহরে যানজটের আশঙ্কায় সবাইকে বাইপাস ব্যবহারের অনুরোধ জানানো হচ্ছে।

আয়োজক কমিটির আহ্বায়ক কামরুল হাসান মিলন জানান, ড. মিজানুর রহমান আজহারী একজন জনপ্রিয় ব্যক্তি। তাকে সব শ্রেণি-পেশার মানুষ পছন্দ করেন। বয়ান শুনতে আগ্রহ নিয়ে অপেক্ষা করে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি। এরই মধ্যে দেখতে পাচ্ছি মানুষের ঢল নেমেছে। ওয়াজ শুরুর আগ পর্যন্ত সময়ে নিশ্চয়ই সমাগম আরো বহুগুণ বাড়বে। আয়োজনের সব ধরনের প্রস্তুতি শুক্রবার বিকেলেই শেষ হয়েছে।

তিনি বলেন, মিজানুর রহমান আজহারী বাংলাদেশের জাতীয় সম্পদ। যেহেতু লাখ লাখ মানুষ উপস্থিত থাকবেন, সেহেতু মানুষের কিছু অসুবিধা হতে পারে। ইসলামের স্বার্থে নগরবাসী এই অসুবিধা মেনে নেবেন বলে আশা করছি।

আল ইসলাম ট্রাস্টের সদস্য মাহবুব রশিদ ফরাজি বলেন, মাহফিলে যেন মানুষ আসে, সেজন্য যথেষ্ট প্রচার চালানো হয়েছে। এটি ময়মনসিংহের বিভাগীয় মাহফিল। তবে অনেকে বিভাগের বাইরে থেকেও আসছেন।

এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, মাহফিলে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার আশঙ্কা নেই। তবুও অগণিত মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন।


আরো সংবাদ



premium cement