ময়মনসিংহে আজহারীর মাহফিলস্থলে অস্থায়ী মোবাইল নেটওয়ার্ক স্থাপন
- ময়মনসিংহ অফিস
- ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪০
শনিবার (১৫ ফেব্রয়ারি) ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে আল ইসলাম ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত হবে তাফসিরুল কোরআন মাহফিল। এ মাহফিলে প্রধান মুফাসির হিসেবে থাকবেন বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। স্বাভাবিক কারণেই এ মাহফিলে লাখ লাখ মানুষ উপস্থিত হবে। আয়োজকদের আশা এ মাহফিলে ১০ লাখ থেকে ১৫ লাখ মানুষ হতে পারে। এক জায়গায় হঠাৎ করে অস্বাভাবিক ভাবে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেলে সাধারণত সব মোবাইলেই নেটওয়ার্ক পাওয়া যায় না। যে কারণে মোবাইল ফোনের নেটওয়ার্ক নিয়ে ভোগান্তি হবে। এ ভোগান্তি কমাতে মোবাইল কোম্পানি বাংলালিংক মাহফিল এলাকায় অস্থায়ীভাবে একটি টাওয়ার তৈরি করেছে। এতে বাংলালিংক মোবাইল ব্যবহারকারীরা স্বাভাবিক নেটওয়ার্ক পাবেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মাহফিলের আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কামরুল হাসান মিলন জানান, শনিবার বাদ জোহর নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে মাহফিলে বক্তব্য রাখবেন মিজানুর রহমান আজহারী। এতে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম। মাহফিল উপলক্ষে ১০-১৫ লক্ষাধিক লোকের সমাগম ঘটতে পারে। এ জন্য সার্কিট হাউজ মাঠ, জিলা স্কুল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠসহ উমেদ আলী মাঠ প্রস্তুত করা হয়েছে। জিলা স্কুল হোস্টেল মাঠ শুধু নারীদের জন্য প্রস্তুত করা হয়েছে। এই মাঠসহ বিভিন্ন পয়েন্ট ২২টি এলইডি পর্দার ব্যবস্থা করা হয়েছে। লোক সমাগম কেন্দ্র করে তিনটি মেডিক্যাল ক্যাম্প, চার শতাধিক অজুখানা ও ওয়াশরুম এবং পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা থাকবে।
অপরদিকে বাংলালিংক মোবাইল কোম্পানির ময়মনসিংহে কর্মরত প্রকৌশলী মেহেদী হাসান রাইয়াদ জানান, আমরা ইতোমধ্যে অস্থায়ী এ টাওয়ারের কাজ শেষ করেছি। আজ রাতেই এটি চালু হবে। এ টাওয়ারটির কারণে মাহফিলস্থলে ২০ লাখ বাংলালিংক মোবাইল বাবহারকারী একসাথে হলেও সবাই স্বাভাবিক নেটওয়ার্ক পাবেন।