ভালুকায় অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষ : নিহত ২, আহত ১
- ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৩
ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আবদুল হামিদ (২৭) ও মনির হোসেন (৩৫) নামে দু’ যাত্রী নিহত ও অটোচালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার গোয়ারী নামক স্থানে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকাগামী অটোরিকশা ও বিপরীতমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার দু’ যাত্রী ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের আবদুল হাইয়ের ছেলে আবদুল হামিদ ও চান্দরাটি গ্রামের মরহুম আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে টাইস মেস্তরী মনির হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় ধলিয়া গ্রামের ব্যাপারী পাড়ার আহমদ আলীর ছেলে অটোরিকশা চালক শাহজাহান (৪০) গুরুতর আহত হন। আহত অটোচালককে ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুন্ডু জানান, অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে অটোরকিশার দু’জন যাত্রী মারা গেছেন। লাশ দু’টি পুলিশি হেফাজতে ও আহত অটোচালককে উদ্ধার করে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।