ময়মনসিংহে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের শিক্ষা বৃত্তির চেক বিতরণ
- ময়মনসিংহ অফিস
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৫
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক সন্তানদের শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ।
সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য, বিএফইউজের সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের যুগ্ম বার্তা সম্পাদক মুহাম্মদ খায়রুল বাশার, ময়মনসিংহ প্রেসক্লাব সহ-সভাপতি মো: নওয়াব আলী, সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
উল্লেখ্য, ময়মনসিংহ জেলায় সাংবাদিকদের ২১ জন মেধাবী সন্তানদের হাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ চেক তুলে দেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।