দেওয়ানগঞ্জ ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত ৫
- খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)
- ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৫
জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৮টায় দেওয়ানগঞ্জ সদর দেওয়ানগঞ্জ-জামালপুর সড়কের বানিয়ানীরচর গ্রামে খশরু মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
সিএনজি স্টেশনের মাস্টার জানান, সকাল সাড়ে ৮টার দিকে একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে জামালপুর মুখে রওয়ানা দেয়। ৫০ থেকে ৬০ গজ যাবার পর বিপরীতমুখী একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই নারীসহ পাঁচজন আহত হয়।
এ ঘটনায় আহতরা হলেন, জল হক (৬৫), বাহাদুর আলী (৪৫), বাবু মিয়া (৪০), বকফুল (৩৫) ও জয়নব সুন্দরী (৬৩)। আহতদের প্রথমে দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালে পরে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, এদের মধ্যে জল হক ও বাহাদুর আলীর অবস্থা আশঙ্কাজনক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা