০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

ময়মনসিংহে ট্রাকচাপায় পুলিশের এএসআই নিহত

মো: রুস্তম আলী - ছবি : সংগৃহীত

মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী মো: রুস্তম আলী নামে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের সত্রাসিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুস্তম আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্চ গ্রামের মরহুম রমজান আলীর ছেলে। তার তিন ছেলে এক মেয়ে রয়েছে। তিনি মুক্তাগাছা থানায় কর্মরত ছিলেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, শনিবার বিকেলে উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা এলাকা থেকে নির্ধারিত কর্তব্য (ওয়ারেন্ট তামিল) পালন শেষে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন এএসআই রুস্তম আলী। পথে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে সত্রাসিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পানির ড্রামভর্তি ট্রাক সামনে থেকে মোটরসাইকেরটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, রুস্তম আলী গত বছরের ১৬ মার্চ এএসআই হিসেবে মুক্তাগাছা থানায় যোগদান করেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement