শেখ হাসিনাকে গলায় রশি পেঁচিয়ে বাংলাদেশে আনা হবে : হাবিব উন নবী খান সোহেল
- মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০২
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690921_175.jpg)
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ‘ইতিহাসের পুনরাবৃত্তি ইতিহাসেই ঘটায়। এতদিন মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। এখন দেশে সত্যি মামলা হবে। প্রয়োজন হলে শেখ হাসিনাকে গলায় রশি পেঁচিয়ে বাংলাদেশ আনা হবে। ভারত রক্ষা করতে চাইলে তাদের বুকের ভেতর থেকে শেখ হাসিনাকে তুলে আনা হবে।’
শনিবার (৮ ফেব্রুয়ারি) জামালপুরের মেলান্দহ কুমির উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাবিব উন নবী খান সোহেল আরো বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিন। নির্বাচনের দাবি করায় অনেকে বিএনপির কথা পছন্দ করছে না। রাজনৈতিক দল জনগণের সেবা করার জন্য নির্বাচন চাই। শেখ হাসিনার মতো বর্তমানে অনেকেই নির্বাচন দিতে চাচ্ছেন না বলেও জানিয়েছেন তিনি।
তিনি একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন, ‘বিএনপির সাথে থাকলে তারা ১৭-১৮টি আসন পাবে। আর বিএনপির সাথে না থাকলে মাত্র তিনটি আসন পাবে। তাই সেই দলকে ভুল পথে না হাঁটার অনুরোধ জানান তিনি।’
সোহেল বলেন, ‘হাসিনার ফাঁদে পা দিয়ে অতীতে ভুল করে আপনাদের বড় বড় জাতীয় নেতাদের হারিয়েছেন। বিএনপির সাথে ভুল বোঝাবুঝি করে দেশ এবং নিজেদের ক্ষতি করবেন না বলে আহ্বান জানান তিনি।’
সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতারা বক্তব্য রাখেন।
সন্ধায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মেলান্দহে নব্বইয়ের স্বৈরাচার আন্দোলনের নেতা মোস্তাফিজুর রহমান বাবুকে উপজেলা বিএনপির সভাপতি ও মঞ্জুরুল কবীর মঞ্জুকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা