০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে : তুহিন

ভালুকায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। - ছবি : নয়া দিগন্ত

দেশের বিরুদ্ধে এখানো ষড়যন্ত্র চলছে, বিশেষ করে জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরুদ্ধে এই ষড়যন্ত্র চলছে উল্লেখ করে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, কোনো ষড়যন্ত্রই বিএনপিকে দমাতে পারবে না। রাজপথে অবস্থান করেই তার সমুচিত জবাব দেয়া হবে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার গোয়ারী ভাওয়ালীয়া বাজার উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার কৃষকদলের বিরুনীয়া ইউনিয়নের আহ্বায়ক কৃষিবিদ শাহ নেওয়াজ সেলিমের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ সভাপতি, বাসার আকন্দ, সাবেক এমপি মোশারফ হোসেন, সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডন, রিয়াজ উদ্দিন রিয়াজ, কেন্দীয় কমিটির প্রচার সম্পাদক শামছুর রহমান শামস, সহ সাংগঠনিক সম্পাদক মাজাহার, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক এনামুল আকন্দ লিটন, সদস্যসচিব নাজিম উদ্দিন খান নাজিম, ভালুকা কৃকদললের আহ্বায়ক তারিকুল ইসলাম তারু ও সদস্যসচিব মেজবাহ উদ্দিন মাসুদসহ উপজেলার বিভিন্ন পর্যায়োর নেতারা।


আরো সংবাদ



premium cement