০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

সরিষাবাড়ীতে‌ মুরাদ হাসানের বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। - ছবি : নয়া দিগন্ত

জামালপুরের সরিষাবাড়ীতে‌ সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বাড়িতে অগ্নিসংযোগ ও তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এ হামলা চালায়।

প্রায় একই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার বাড়িও ভাঙচুর করা হয়।

৫ আগস্ট সরকার পতনের পর থেকেই সপরিবারে পলাতক মুরাদ হাসান। ডা. মুরাদ হাসান ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচন হলে হাসিনা সরকার তাকে প্রথমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়।

প্রতিমন্ত্রী হওয়ার পর সংবিধান থেকে বিসমিল্লাহ্ অপসারণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জায়মা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে তিনি জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে মুরাদ হাসানের একটি অশ্লীল ফোনালাপ ভাইরাল হয়। পরে সরকার তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দিলে পালিয়ে কানাডায় যাওয়ার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন।
সর্বশেষ ২০২৪ সালের সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করে পরাজিত হন।

অভিযোগ রয়েছে, দুই মেয়াদে তিনি এমপি ও মন্ত্রী থাকাকালীন সরকারি উন্নয়ন বরাদ্দ লুটপাটসহ নিয়োগবাণিজ্য, চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। অপরাধ কর্মকাণ্ড পরিচালনার জন্য এলাকায় গড়ে তুলেছিলেন নিজস্ব বাহিনী। তার বিরুদ্ধে সাধারণ মানুষসহ নিজ দলের মধ্যেও ছিল চরম ক্ষোভ।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া জানান, মুরাদ হাসানের বাড়ি ভাঙচুর সংক্রান্ত কোনো অভিযোগ তিনি পাননি।


আরো সংবাদ



premium cement
ইমন-নাফের ফিফটি, বড় পুঁজির দিকে চিটাগাং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মুক্তসহ ৩ জন কারাগারে রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে : ড. হেলাল উদ্দিন জাতীয় বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সহিংস ভাঙচুর প্রতিরোধে সরকারের ভূমিকায় টিআইবি’র ক্ষোভ পাওয়ার প্লে কাজে লাগিয়ে ছুটছে চিটাগাং আগামীকাল ঢাকার নবাবগঞ্জে আজহারীর মাহফিল পতিত ফ্যাসিবাদ দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত : ড. মুহাম্মদ রেজাউল করিম জার্মান নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের শঙ্কায় ৮৮ শতাংশ ভোটার আশুলিয়ায় জুমার খুতবায় হেদায়েতের যে উপায় বললেন সৌদি ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা

সকল