০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

জামালপুরে মির্জা আজম ও শাওনের বাবার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

- ছবি : নয়া দিগন্ত

জামালপুরে মির্জা আজম ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেল স্টেশন এলাকায় অবস্থিত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী জামালপুর-৪ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। শাওনের বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ মেয়াদে সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় নরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিসংযোগের পেছনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানা গেছে ।

জামালপুর সদর থানার নুরন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিক্ষুব্ধ ছাত্র-জনতা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও মির্জা আজমের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেয়া হয়। পরে ভবন ভাঙার জন্যে এক্সকাভেটর আনা হয়। কিন্তু ভবন আর ভাঙা হয়নি। পরে এক্সকাভেটর চলে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, ‘ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে ভাষণ দেয়ার নামে ৫ আগস্ট অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে সন্ত্রাসী আখ্যা দেন। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র-জনতা। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই শান্ত জামালপুরকে অশান্ত করে তুলেছেন। বিক্ষুব্ধ ছাত্র-জনতা ফ্যাসিবাদের দোসরদের বাড়ি ভাঙচুর ও আগুন দেয় । পরে আমরা এসে আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করি।’

তবে কে বা কারা এটি করেছে তা বলা যাচ্ছে না। একপর্যায়ে বাড়িটির ভেতর আগুন ধরিয়ে দেয়া হয়।

অপরদিকে জামালপুর পৌর শহরে বকুলতলা এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতেও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।


আরো সংবাদ



premium cement