ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন ১১ আইনজীবী
- ময়মনসিংহ অফিস
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫২
ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ১১ জন আইনজীবী খালাস পেয়েছেন।
মামলার ১নং আসামি করা হয়েছিল ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল হককে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সরাসরি তত্ত্বাবধানে অ্যাডভোকেট আবুল কালাম মোহাম্মদ আজাদ মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে এটিকে রাজনৈতিভাবে ব্যাবহার করার অভিযোগ উঠে।
মামলায় দুই মাসের অধিক কারাভোগ করেন অ্যাডভোকেট উসমান গনি মল্লিক মাখন ও অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন।
দীর্ঘ তদন্তের পর তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন যেখানে এই মামলার অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
মামলার অন্য আসামিরা হলেন- অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী, অ্যাডভোকেট মাহবুবর রশীদ তামান্না, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট শামসুন্নাহার, অ্যাডভোকেট জহিরুল ইসলাম নিজুম, অ্যাডভোকেট আরিফুল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট রাইসুর ইসলাম, অ্যাডভোকেট আহসান উল্লাহ আনার।
আদালত পুলিশ প্রতিবেদন গ্রহণপূর্বক মামলার দায় থেকে আসামিদের খালাস দেন।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল হক বলেন, এই মামলাটি রাজনৈতিক উদ্দ্যেশ্যপ্রণোদিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলা। একটি রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির ১৫০ বছরের দীর্ঘ ঐতিহ্যকে নষ্ট করে একটি মহল মামলাটি করেছিলো। এ মিথ্যা মামলায় আমাদের দুই সহযোদ্ধা দুই মাসের অধিক সময় কারাভোগ করেছেন। আজকে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা