ইটভাটার মালিকানা নিয়ে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৮
ময়মনসিংহের গফরগাঁওয়ে ইটভাটার মালিকানাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত হওয়া বিএনপি কর্মী আবু সাঈদ (৫০) মারা গেছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আবু সাঈদ উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের দেড়গাঁও গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। তার বাবা বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি এবং আবু সাঈদ বিএনপি’র কর্মী বলে জানিয়েছে পরিবার।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ নভেম্বর দেড়গাঁও এলাকার এমকেডি ইটভাটা থেকে জোর করে ইট নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ঘটে। এ সময় আবু সাঈদ আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ২ মাস ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি।
নিহতের বাবা শাহাব উদ্দিন জানান, এমকেডি ইটভাটায় মালিকানা বিরোধ নিয়ে সংঘর্ষের সময় আমার ছেলেসহ সাত থেকে আটজন আহত হয়। তখনই পাগলা থানায় মামলার দায়ে মামলা করেছিলাম।
এ বিষয়ে পাগলা থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই থানায় মামলা দায়ের করে। হাসপাতালে মারা যাওয়া আবু সাঈদের লাশ ময়নাতদন্তের পর কোতোয়ালী থানা পুলিশ পরিবারের হাতে তুলে দেবে। আবু সাঈদের পরিবারের দায়েরকৃত মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা