০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ড, বসতবাড়ি ও দোকান পুড়ে ছাই

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ড, বসতবাড়ি ও দোকান পুড়ে ছাই - ছবি - নয়া দিগন্ত

জামালপুরে সরিষাবাড়ীর একুশে মোড় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় বসতবাড়িসহ একটি সার ও কীটনাশক এবং একটি কুটিরশিল্পের দোকান পুড়ে গেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের একুশে মোড় এলাকায় মান্নান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জানা গেছে, সোমবার সকালে মান্নান মিয়ার ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে মুহুর্তের মধ্যে পাশের সোলাইমান হোসেনের সার, কীটনাশক ও কুটিরশিল্পের দু’টি দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে সরিষাবাড়ী ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দু’টি বসতঘর, একটি সার ও কীটনাশক এবং একটি কুটিরশিল্পের দোকান পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্থ সোলাইমান হোসেন বলেন, ‘পাশের বাড়ীর মান্নান মিয়ার ঘর থেকে আগুন লাগে। ওই আগুনে আমার একটি সার ও কীটনাশক দোকান এবং কুটিরশিল্পের দোকানের সব মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে আমার প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement
মানুষের কল্যাণের জন্যই বিএনপির রাজনীতি : ডা: শাহাদাত হোসেন গুমের ঘটনায় শেখ হাসিনাসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা জড়িত : এইচআরডব্লিউ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে : প্রধান উপদেষ্টা সরকারের সাথে নির্বাচন নিয়ে কমিশনের আলোচনা কেন নয় শাওনের পোস্টের প্রতিক্রিয়ায় যা বললেন প্রেস সচিব চান্দিনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি সংস্কারে প্রয়োজন দেশপ্রেম ও সততা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ছড়াচ্ছে : প্রেস সচিব নির্বাচনের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে : ইসি সানাউল্লাহ বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ : ৩ দিনে ক্ষতি দেড় কোটি টাকা

সকল