১৭ বছর পর বাড়ি ফিরলেন জুয়েল মিয়া!
- খাদেমুল বাবুল, জামালপুর
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৭
পারিবারিক কলহের জেরে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যান ২৭ বছরের যুবক। এরপর কেটে যায় প্রায় ১৭ বছর। পরিবারের লোকজন ধরেই নিয়েছিলেন তিনি আর জীবিত নেই। হঠাৎ বাড়ি ফিরে সবাইকে অবাক করে দিলেন মাদারগঞ্জের জুয়েল মিয়া। এখন তার বয়স ৪৪ বছর।
জুয়েল মিয়াকে ফিরে পেয়ে মহাখুশি তার পরিবারের সদস্যরা।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে জুয়েল মিয়া নিজ বাড়িতে ফিরে এসে সবাইকে অবাক করে দেন। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পূর্ব চরপাকেরদহ গ্রামের মৃত মোনাজ প্রামানিকের পঞ্চম সন্তান। পেশায় একজন কাঠমিস্ত্রী।
প্রায় ১৭ বছর আগে পরিবারিক কলহের জেরে স্ত্রীকে তালাক দিয়ে দুই সন্তান রেখে অন্যত্র সংসার শুরু করেন জুয়েল মিয়া। এর পরের বছর বড়ভাই মোতাহারের সাথে ঝগড়া-বিবাদ এবং পরিবারের ওপর অভিমান করে দুই সন্তান রেখে বাড়ি ছেড়ে চলে যান তিনি।
এদিকে, বাবা-মা হারা হয়ে পড়ে তার দুই সন্তান। বড় মেয়ে মুক্তি আক্তারের বয়স এখন (২৪) বছর। হয়েছেন চার সন্তানের মা।
বাবাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মুক্তি আক্তার। কান্নাজড়িত কণ্ঠে মুক্তি বলেন, ‘আমরা মা-বাবার আদর-স্নেহ থেকে বঞ্চিত হয়েছি দীর্ঘ ১৭টি বছর।’
তিনি আরো বলেন, ‘আমাদের বাবা আমাদের কাছে ফিরে এসেছেন এতে আমরা অনেক আনন্দিত, যা বলে প্রকাশ করতে পারব না।’
জুয়েল মিয়া জানান, গত ১৭ বছর তিনি গাজীপুর এলাকায় অবস্থান করেছেন। বাকি জীবন ছেলে-মেয়ের সাথে কাটাবেন বলে বাড়ি ফিরে এসেছেন। তাদেরকে কাছে পেয়ে তিনি মহাখুশি।
চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘জুয়েল মিয়া আমার পাশের বাড়ির লোক, তাকে আমি ভালোভাবে চিনি। সে গত ১৭ বছর আগে নিখোঁজ হন, আমরা ধরেই নিয়েছিলাম হয়তো সে আর জীবিত নেই। কিন্তু তার আগমনে পরিবারসহ এলাকাবাসী অনেক আনন্দিত।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা