জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাড়ে ৪ ঘণ্টা সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার
- জামালপুর প্রতিনিধি
- ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫
জামালপুরে মুজিব বাহিনীর ব্যানারে ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে শহরের দয়াময়ী চত্বরে প্রায় সাড়ে ৪ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
আন্দোলকারীরা জানান, আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়নের পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জামালপুরের বিভিন্ন স্থানে চোরাগুপ্তা মিছিল করছে। গত শনিবার সকাল ৮টার দিকে মুজিব বাহিনীর ব্যানারে ছাত্রলীগ ও যুবলীগ ঝটিকা মিছিল করে। কিন্তু প্রশাসন তাদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে।
তারা আরো বলেন, তাদের মূল অভিযুক্তদের গ্রেফতার না করে নীরব ভূমিকা পালন করেছেন। এছাড়া গ্রেফতার আসামিদের দ্রুত জামিন দেয়ারও প্রতিবাদ জানান ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাসহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্যসচিব সৌরভ আবিদ বলেন, বিভিন্ন সময় আমরা দেখেছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করছে। দুই দিন আগেও দিনের বেলায় মুজিব বাহিনীর ব্যানারে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর দায় প্রশাসনকেই নিতে হবে।
প্রশাসন আগামীকাল আমাদের সাথে বৈঠক করতে চেয়েছে। এছাড়া আসামিদের দ্রুত গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছে। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, আমরা শিক্ষার্থী ও নেতাকর্মীদের বলেছি আগামীকাল একটি বৈঠকের আয়োজন করেছি। এছাড়া আসামিদের যত দ্রুত সম্ভব গ্রেফতারের চেষ্টা করবে আইনশৃঙ্খলা বাহিনী। এমন আশ্বাসে সড়ক থেকে তারা উঠে যায়।
প্রায় সাড়ে ৪ ঘণ্টা শহরের প্রধান সড়ক অবরোধ থাকায় যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয় শহরবাসীকে। এ সময় ছাত্রলীগ নেতা সন্দেহে একজনকে আটক করে পুলিশ।