ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৯
- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:৫৭
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দু’গ্রুপের সংঘর্ষে নয়জন আহত হয়েছেন। এ সময় আহত কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে নজরুল গ্রুপ ও খোকন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন নজরুল গ্রুপের মরহুম গিয়াস উদ্দিনের ছেলে মুসলিম উদ্দিন (৬০), মনজুরুল ইসলাম (৪০), নজরুল ইসলাম (২৮), দ্বীন ইসলামের ছেলে হানিফ মিয়া (৩৫) ও সাদেকুর রহমানের স্ত্রী পারুল আক্তার (৩০)।
অপরদিকে খোকন গ্রুপের শহীদুল্লাহর ছেলে তরিকুল ইসলাম (১৫), আব্দুল্লাহ (১৮), খোকন মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩০), কছিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল দু’গ্রুপের মধ্যে। এ নিয়ে উভয় পক্ষ উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হলে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় দু'পক্ষের পক্ষ থেকে লাঠি, রডসহ বিভিন্ন ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে উভয় পক্ষের নয়জন আহত হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে। স্থানীয়রা দ্রুততম সময়ে এমন পরিস্থিতির সমাধান ও আইনিব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবায়দুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। এ ঘটনায় আইনিব্যবস্থা নেয়া হবে।’