২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

নজরুল বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, ২ জনকে পুলিশে হস্তান্তর

নজরুল বিশ্ববিদ্যালয়ের বাসে হামলায় জড়িত দু’জনকে পুলিশে হস্তান্তর করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন ‘সাম্যবাদী’ বাসের গ্লাস ভাঙা ও শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে ত্রিশাল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ময়মনসিংহ থেকে ক্যাম্পাসের দিকে ছেড়ে আসা ‘সাম্যবাদী’ বাসটি ত্রিশালের জিরোপয়েন্ট সংলগ্ন জায়গায় পৌঁছালে একটি মাইক্রোবাস বিশ্ববিদ্যালয় বাসটির সামনে এসে পথ আটকে দেয়। তখন মাইক্রোবাস থেকে একজন একটি লোহার পাইপ নিয়ে এসে বিশ্ববিদ্যালয় বাসে আঘাত করে। পরে শিক্ষার্থীরা তাকে বাধা দিতে গেলে দুজন শিক্ষার্থীর ওপরও হামলা চালান তিনি। এমতাবস্থায় শিক্ষার্থীরা তাকে বাসে তুলে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে। পরে ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডি ও পরিবহন প্রশাসক উপস্থিত হয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন।

সাম্যবাদী বাসের ড্রাইভার দেলোয়ার হোসেন মামুন বলেন, ‘মাইক্রোবাসটি আমায় একটা ব্রিজের উপর ওভারটেক করতে চায়। আমি সাধারণ গতিতেই চালাচ্ছিলাম। কিন্তু তখন সে ওভারটেক করতে পারে না। পরে ত্রিশাল বাসস্ট্যান্ডের পর থেকে সে আমাদের বাসকে চাপ দিতে থাকে। ২-৩ বার চাপ দেয়ার পর হঠাৎ বাসের সামনে এসে ব্রেক করে। আমি সঠিক সময় ব্রেক না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। পরে একজন নেমে এসেই গাড়ির গ্লাসে আঘাত করে। আমি তখন নেমে গিয়ে তাকে ধরে ফেলি। এসময় সে ছাত্রদেরকেও আঘাত করে।’

মাইক্রোবাস চালক শ্রী সেন্তো গৌর বলেন, ‘আমি আসলে ব্রিজের উপর বাস দ্বারা চাপ খেয়েছিলাম। তাই আমি চাচ্ছিলাম বাস ড্রাইভারকে এটা বলতে। তাই বাসকে থামাই। আমার আসলে ওই সময়ে ওভারটেক করা উচিত হয়নি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: মাহবুবুর রহমান জনি বলেন, ‘শিক্ষার্থীরা তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ে আসার পরই ত্রিশাল থানায় ফোন দেয়া হয়েছিল। তাদের মাইক্রোবাস আমাদের হেফাজতে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাসের ক্ষতিপূরণ দিয়ে তারা তাদের গাড়িটি নিয়ে যাবে। আর এমন ঘটনা যেন ভবিষ্যতে ঘটানোর কেউ সাহস না পায় সেজন্য তার উপযুক্ত বিচার নিশ্চিত করা হবে। তবে শিক্ষার্থীরা মাথা ঠান্ডা রেখে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুন্দরভাবে সমাধান করায় আমার শিক্ষার্থীদের ধন্যবাদ।’

পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী জানান, ‘আমরা তাকে রাতেই পুলিশে সোপর্দ করেছি। বিশ্ববিদ্যালয়ের বাসের ক্ষতিপূরণ নিশ্চিত করতে তাকে ফাইনের আওতায় নিয়ে আসবো।’

উল্লেখ্য, মাইক্রোবাস চালক শ্রী সেন্তো গৌর ও হামলাকারী দুজনই ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা।


আরো সংবাদ



premium cement
মেয়াদ শেষের সাড়ে ৪ মাস পর সংশোধনের প্রস্তাব প্রচণ্ড শীতে বাড়ছে রোগের প্রকোপ ২০২৪ সালে বাংলাদেশী সাড়ে ৩ কোটি শিশুর পড়াশোনা বিঘি্নত দেশ ছেড়ে পালাতে চান পিচ্চি হেলাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সিন্ডিকেটে চলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর! এক-এগারোর ভয়াবহ পরিণতি বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই : মির্জা আব্বাস ট্রাম্পের গণহারে বহিষ্কার উৎপাদন কমাবে, মূল্যস্ফীতি বাড়াবে সোহরাওয়ার্দীতে ৫ রেস্তোরাঁ আতঙ্ক ছড়াচ্ছে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেয়ার প্রচেষ্টা চলছে : চরমোনাই পীর ৪ জেলায় প্রাণ গেল ৫ জনের জাতির স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে : হাসনাত আব্দুল্লাহ

সকল