ভালুকায় পিকআপচাপায় শিশু নিহত
- ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫১
ময়মনসিংহের ভালুকায় পিকআপচাপায় কামরুল ইসলাম (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার সিডস্টোর-সখীপুর সড়কের কাচিনা ইউনিয়নের বাটাজোর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল বাটাজোর গ্রামের মো: হারুন আল মামুনের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই স্থান দিয়ে সিডস্টোর-সখীপুর সড়ক পার হচ্ছিল ওই শিশু। এ সময় সিডস্টোরগামী পিকআপের চাপায় সে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে সখীপুর হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। পিকআপচালক গোলাম রব্বানীকে আটক ও পিকআপটি জব্দ করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
ভালুকা মডেল থানার এসআই মো: রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা