২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

শেরপুরে ট্রাকভর্তি মাধ্যমিকের সরকারি বই উদ্ধার, আটক ১

ট্রাকটিতে নয় হাজার বই ছিল - ছবি : নয়া দিগন্ত

শেরপুরের সদর উপজেলা থেকে মাধ্যমিকের এক ট্রাক সরকারি বই উদ্ধার করেছে পুলিশ। বিনামূল্যে বিতরণের জন্য অষ্টম, নবম ও দশম শ্রেণির নয় হাজার বই ছিল ওই ট্রাকে। এ সময় মইদুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বুধবার (২২ জানুয়ারি) রাত ৯টার সময় শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া বইগুলো থেকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ট্রাকভর্তি বই শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া এলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সদর থানা পুলিশের কাছে বিষয়টি জানানো হলে পুলিশ এসে বইসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য মইদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। পরে গণনা করে ওই ট্রাকে নয় হাজার বই পাওয়া যায়। তবে প্রাথমিকভাবে জানা গেছে, বইগুলো কুড়িগ্রাম জেলার জন্য বরাদ্দকৃত।

এ ব্যাপারে শেরপুর জেলা শিক্ষা অফিসার মো: রেজুয়ান বলেন, ‘এ বইগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত নয়। অন্য কোনো জেলার বই হতে পারে।’

বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’


আরো সংবাদ



premium cement
ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর কারাগারে রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল সিলেটের অপেক্ষা বাড়িয়ে খুলনার বড় জয় বেরোবিতে পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাসের ঘটনায় সেই শিক্ষককে অব্যাহতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭৩ শিক্ষার্থী বহিষ্কার বাংলাদেশকে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করল সুইজারল্যান্ড বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ২০ বিলিয়ন ডলারের নিচে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অধ্যক্ষের বহিষ্কার দাবি প্রধান উপদেষ্টার সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিবের সাক্ষাৎ পাকিস্তান-বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যে সম্পর্কোন্নয়নের বিকল্প নেই : হাইকমিশনার এবার বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

সকল