ত্রিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
- ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২৩ জানুয়ারি ২০২৫, ১৬:৩০
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাসস্ট্যান্ড ও পৌর শহরের মেইন রোড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে মহাসড়কের দু’পাশে প্রায় আধা কিলোমিটার এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় অবৈধ স্থাপনা, কাঁচা বাজার ও থ্রি-হুইলার স্ট্যান্ড উচ্ছেদ করন অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকিউল বারী।
অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহ উপ-বিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মদ, ত্রিশাল পৌরসভার সচিব নওশিন জাহান, ত্রিশাল মটর মালিক সমিতির সভাপতি আ ন ফারুক প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, ‘বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনার ফলে যানজট লেগেই থাকত। তাই তা উচ্ছেদ করা হয়েছে। এর আগে উচ্ছেদ করা হলেও তারা আবার স্থাপনা বসায়। তারা যেন আর বসতে না পারে এজন্য নিয়মিত মনিটরিং করা হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা