২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

সরিষাবাড়ীতে এলজিইডি কর্মকর্তার আত্মহত্যা

- ছবি : নয়া দিগন্ত

জামালপুরের সরিষাবাড়ীতে দাম্পত্য কলহের জের ধরে সানোয়ার হায়দার (৩২) নামে এলজিইডির এক কার্য সহকারী ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সানোয়ার হায়দার নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে এবং সরিষাবাড়ী উপজেলা এলজিইডির বন্যা প্রকল্পের কার্যসহকারী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

সানোয়ারের সহকর্মীরা জানায়, স্ত্রীর সাথে সানোয়ার হায়দারের দাম্পত্য কলহ চলছিল। সপ্তাহখানেক আগে তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদ ঘটে। এ ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

স্থানীয় সূত্র জানায়, সানোয়ার সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনের পাশ দিয়ে রাস্তায় হাঁটছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী ৩৭ আপ মেইল ট্রেন এলে হঠাৎ দৌড়ে তিনি ট্রেনের নিচে ঝাপিয়ে পড়লে কাটা পড়ে মুহূর্তেই মারা যান।

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আশীষ চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement