নাতির ছুরিকাঘাতে দাদার মৃত্যু
- হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২০ জানুয়ারি ২০২৫, ১৩:৩০
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নাতির ছুরিকাঘাতে দাদার মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার লক্ষীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইস্রাফিল (৪৫) লক্ষীকুড়া গ্রামের মন্তাজ আলীর ছেলে।
ইস্রাফিলের স্ত্রীর জরিনা খাতুন জানান, নিহত ইস্রাফিলের বড় ভাই আব্দুল মতিনের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকভার সালিশ করা হয়। কিন্তু আব্দুল মতিন সালিশে অসন্তুষ্টি হওয়ায় হতাহতের ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সকালে ইস্রাফিল জমিতে বোরো ধান রোপন করতে গেলে তার বড় ভাই আব্দুল মতিনের নির্দেশে তার নাতি মো: আবু রায়হান (১৮) ছুরিকাঘাত করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা: শাহাদত হোসাইন তাকে মৃত ঘোষণা করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা