১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

ভালুকার কংশেরকুল দরবার শরীফের বড় দোয়া অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকা উপজেলার কংশেরকুল দরবার শরীফের ৮৯ তম বড় দোয়া মাহফিল। - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকা উপজেলার কংশেরকুল দরবার শরীফের ৮৯ তম বড় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যোহর বাদ দরবার শরীফ প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামন।

জানা যায়, মাওলানা জাহেদুল হক (রহ.) তৎকালীন সময়ে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবী (রহ.)-এর কাছ থেকে তিনি পড়াশোনা শেষ করেন। পরবর্তীতে আধ্যাত্মিক ধর্ম সাধক কেরামত আলী জৈনপুরী (রহ.)-এর কাছ থেকে খেলাফত গ্রহণ করেন। একই সময়ে তার সাথে খেলাফত গ্রহণ করেন ময়মনসিংহ বড় মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা ফয়জুর রহমান (রহ.), তারাকান্দার হজরত মাওলানা আব্দুল হেলিম (রহ.) এবং পাঁচবাগী মরহুম মাওলানা শামছুল হুদা (রহ.)।

মরহুম মাওলানা জাহেদুল হক (রহ.) দেওবন্দ মাদরাসা থেকে যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে সুনাম অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ভারত থেকে নিজ গ্রাম কংশেরকুলে চলে আসেন। তৎকালীন ধর্ম সম্পর্কে অনগ্রসর ও অজ্ঞ নিজ গ্রাম থেকে শুরু করে পার্শবর্তী গ্রাম, উপজেলা এবং জেলা পর্যায়ে তিনি মানুষকে ইসলামের দাওয়াত দিতেন। পরবর্তীতে বিভিন্ন এলাকা থেকে লোকজন তার কাছে আসতেন ইসলামের জ্ঞান অর্জনের জন্য। সংসার জীবনে তার দুই ছেলে ছিলেন, মরহুম মাওলানা মোস্তফা কামাল (রহ.)। যিনি ছিলেন, একজন আপসহীন ধর্ম প্রচারক। সারা বছর তিনি বিভিন্ন একলাকায় ঘুরে ঘুরে মানুষদেরকে কালেমার দাওয়াত দিতেন। অপরজন মরহুম মাওলানা আবু বকর ছিদ্দিক (রহ.)। যিনি তার বাবার ইন্তেকালের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত মরহুম মাওলানা জাহেদুল হক (রহ.) প্রতিষ্ঠিত কংশেরকুল দরবার শরীফের ইমাম ও খতিব ছিলেন। মরহুম মাওলানা জাহেদুল (রহ.) তার জীবদ্দশায় ছেলেদেরকে নিয়ে প্রতি ৩ বছর পর পর বিশাল এক মকবুলে মোনাজাতের আয়োজন করতেন যা ‘বড় দোয়া’ নামে পরিচিত।

উল্লেখ্য, মাওলানা জাহেদুল হক (রহ.) কংশেরকুল দরবার শরীফের মসজিদটি ১৯৩৮ সালে প্রতিষ্ঠা করেন এবং ১৯৪০ সাল থেকে মসজিদ প্রাঙ্গণে বড় দোয়া অনুষ্ঠিত হয়ে আসছে। যুগ যুগ ধরে এই ‘বড় দোয়ায়’ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় লক্ষাধিক আশেকান ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করে থাকেন। তারই ধারাবাহিকতায় তার নাতিনদের তত্বাবধানে দরবারটি বর্তমানে সু-শৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে এবং আজ শনিবার (১৮ জানুয়ারি) বাদ যোহর ‘বড় দোয়ার’ আয়োজন করা হয়েছে। ওই মকবুলে মোনাজাত ‘বড় দোয়ায়’ সবাইকে দরবার শরীফের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানে মেহমান ছিলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দিন এবং মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজীসহ ভালুকা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।


আরো সংবাদ



premium cement