মাদারগঞ্জে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ
- জামালপুর প্রতিনিধি
- ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:১৭
জামালপুরের মাদারগঞ্জে এক মাছ ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস। তিনি উপজেলার বালিজুড়ী এলাকার মো: ইউসুফ আলীর ছেলে।
অভিযুক্তরা হলেন উপজেলার বাকুরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে বিজয় (২৬) ও একই এলাকার রুমন মিয়া (২৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদারগঞ্জ মডেল থানা মোড় এলাকায় মাছের আড়তে মাছব্যবসা করেন একই উপজেলার বালিজুড়ী এলাকার জান্নাতুল ফেরদৌস।
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ব্যবসার টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে উপজেলার বাকুরচর গ্রামের মো: হাইদর আলীর ছেলে আনন্দ (২৭), ভান্ডারীর ছেলে মনির (২২), বিজয় ও রোমনসহ সাত থেকে আটজন দেশীয় অস্ত্র নিয়ে ফেরদৌসের ওপর হামলা চালায়। এ সময় ছয় লাখ ২০ হাজার টাকা নিয়ে নেন হামলাকারীরা।
পরে স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এই ঘটনায় শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরের দিকে চারজনের নামে উল্লেখ করে অজ্ঞাত আরো সাত থেকে আটজনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে মাছ ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, ‘মারধর ও ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা