১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

জামালপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

- প্রতীকী ছবি

জামালপুরে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত ও দু’জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আনোয়ার হোসেন কালু মিয়া ও তার ভাই তোতা মিয়ার সাথে বাড়ি ও পুকুরের সাড়ে তিন শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। শুক্রবার সকালে জমি নিয়ে আনোয়ার হোসেন কালু ও তোতা মিয়ার সন্তানদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে কালু মিয়ার ছেলে বিপুল (৪০) ঘটনাস্থলে নিহত হন। এ সময় প্রতিপক্ষ দল বিপুলের মা আসমা বেগমকে (৭৫) ও স্ত্রী মুক্তা বেগমকে (৩২) দেশীয় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা বিপুলের শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন করে নিয়ে যায়। এলাকাবাসী চিৎকার শুনে দৌড়ে আসতে থাকলে প্রতিপক্ষ তোতা মিয়ার ছেলে আপেল মাহমুদ ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে সরিষাবাড়ি থানা পুলিশ, তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে নিহত বিপুলের একটি পা উদ্ধার করে সরিষাবাড়ী থানায় নিয়ে যায়।

নিহত বিপুলের স্ত্রী মুক্তা বেগম ও মা আসমা বেগমকে মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, অভিযান চালিয়ে নিহত বিপুলের একটি পা উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতিপক্ষ আপেল আত্মগোপনে চলে গেছে।


আরো সংবাদ



premium cement