ময়মনসিংহে মেডিক্যাল ভর্তির প্রশ্ন ফাঁসের প্রতারণার দায়ে কলেজছাত্র গ্রেফতার
- ময়মনসিংহ অফিস
- ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:০০, আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:০২
ময়মনসিংহে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেডিক্যাল ভর্তির প্রশ্ন ফাঁসের জানান দেয়া নাজমুল এহসান নাঈম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে নগরীর কলেজ রোড মীরবাড়ি এলাকার একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া নাজমুল এহসান নাঈম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভুরারবাড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তিনি আনন্দ মোহন সরকারি কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম জানান, ‘মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে ‘গাজী কামাল হোসাইন’ নামের একটি আইডি থেকে কমেন্ট করা হয়, ‘মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ এর প্রশ্ন আমাদের হাতে চলে এসেছে, নিচে কিছু অংশ দেয়া হল। ১২ হাজার টাকায় প্রশ্ন দেয়া হবে, এর জন্য অগ্রিম ছয় হাজার টাকা দিতে হবে।’ কমেন্টে একটি ভুয়া প্রশ্নও দেয়া হয়। প্রাথমিকভাবে সেটি পুলিশের কাছে প্রতারণামূলক মনে হয়। এর সূত্র ধরে পুলিশ কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে নাজমুল এহসান নাঈমকে গ্রেফতার করা হয়।
নাজমুল পুলিশকে জানায়, ‘কৌতূহলবশত মানুষকে ভুয়া প্রশ্নের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের জন্য অলকা নদীবাংলা মার্কেটের সায়মা টেলিকম থেকে একটি পুরাতন মোবাইল ক্রয় করে এবং ফেসবুকে ফোন নাম্বার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে। গত দু’দিনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে প্রশ্ন দিবে বলে বিকেল নাগাদ প্রতারণার করে বিকাশের মাধ্যমে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। তার সাথে আরো কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেফতার নাঈমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এ সময় সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।