বকশীগঞ্জ বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু
- বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
- ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:৪৭
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামে বিয়ের ১৮ দিনের মাথায় আয়শা আক্তার (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে স্বামীর ঘরে আয়শা আক্তারকে পড়ে থাকতে দেখে তার শাশুড়ি জাহানারা বেগম বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত আয়শা আক্তারের ১৮ দিন আগে বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে জাহিনুর ইসলামের সাথে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের ছামেদ আলীর মেয়ে আয়শা আক্তারের বিয়ে হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নিহতের গলায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার শাশুড়িকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।