১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে কারখানাশ্রমিকদের মহাসড়ক অবরোধ

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এডামস ফ্যাশন নামে একটি কারখানার শ্রমিকরা।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কাশর এলাকায় তারা মহাসড়কটি অবরোধ করেন। এ সময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানায়, এডামস ফ্যাশন নামে কারখানায় প্রায় চারশতাধিক শ্রমিক কর্মরত আছেন। তাদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। ১৫ জানুয়ারি তাদেরকে নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন দেয়ার কথা ছিল কিন্তু ডিউটি শেষে তারা জানতে পারেন আজো (১৫ জানুয়ারি) বেতন দেয়া হবে না। তাই তারা প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করেন এবং অবশেষে মহাসড়কে নেমে আসেন।

শ্রমিকরা আরো জানায়, এর আগেও কারখানা কর্তৃপক্ষ বেতন নিয়ে বেশ কয়েকবার তালবাহানা করেছেন। থানা ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেয়ার জন্য শ্রমিকদের বার বার অনুরোধ করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিকরা মহাসড়কেই অবস্থান করছিল।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে।

ময়মনসিংহ শিল্পজোন ৫-এর পুলিশ সুপার (এসপি) আব্দুল্ল্যাহ আল মাহমুদ জানান, ‘বকেয়া বেতনের দাবিতে এডামস কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। বুধবার বকেয়া বেতন দেয়ার কথা ছিল কিন্তু বেতন না দেয়ার বিষয়টি শ্রমিকদের জানানো হলে শ্রমিকরা মহাসড়কে নেমে আসে।’


আরো সংবাদ



premium cement
সীমান্ত ইস্যু এক দিনে সমাধান সম্ভব নয় : পররাষ্ট্র উপদেষ্টা স্বচ্ছ কাঁচের ঘরে রিমান্ডের সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের রেস্তোরাঁ খাতে ভ্যাট পুনর্নির্ধারণের সিদ্ধান্ত এনবিআরের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ৯০ শতাংশ মানুষ : সংস্কার কমিশন গাজীপুরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শরীয়তপুরে ছাত্র আন্দোলনে নিহত জালালের লাশ উত্তোলন সাবেক এমপিদেরসহ শতাধিক গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টম পুলিশ ক্যাডারে নিয়োগে শারীরিক যোগ্যতা অন্তর্ভুক্ত করার সুপারিশ বাড়ল স্বর্ণের দাম ঢাকার ১৯ খাল উদ্ধারের পরিকল্পনা চূড়ান্ত পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ কমিশনের

সকল