১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে কারখানাশ্রমিকদের মহাসড়ক অবরোধ

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এডামস ফ্যাশন নামে একটি কারখানার শ্রমিকরা।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কাশর এলাকায় তারা মহাসড়কটি অবরোধ করেন। এ সময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানায়, এডামস ফ্যাশন নামে কারখানায় প্রায় চারশতাধিক শ্রমিক কর্মরত আছেন। তাদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। ১৫ জানুয়ারি তাদেরকে নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন দেয়ার কথা ছিল কিন্তু ডিউটি শেষে তারা জানতে পারেন আজো (১৫ জানুয়ারি) বেতন দেয়া হবে না। তাই তারা প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করেন এবং অবশেষে মহাসড়কে নেমে আসেন।

শ্রমিকরা আরো জানায়, এর আগেও কারখানা কর্তৃপক্ষ বেতন নিয়ে বেশ কয়েকবার তালবাহানা করেছেন। থানা ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেয়ার জন্য শ্রমিকদের বার বার অনুরোধ করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিকরা মহাসড়কেই অবস্থান করছিল।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে।

ময়মনসিংহ শিল্পজোন ৫-এর পুলিশ সুপার (এসপি) আব্দুল্ল্যাহ আল মাহমুদ জানান, ‘বকেয়া বেতনের দাবিতে এডামস কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। বুধবার বকেয়া বেতন দেয়ার কথা ছিল কিন্তু বেতন না দেয়ার বিষয়টি শ্রমিকদের জানানো হলে শ্রমিকরা মহাসড়কে নেমে আসে।’


আরো সংবাদ



premium cement
আন্দোলনরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা ফের ইউরোপের মাঠে ফিরতে যাচ্ছে মেসি! জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সম্মেলন বৃহস্পতিবার আওয়ামী লীগের সাথে আপসের কোনো সুযোগ নেই : প্রেস সচিব গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল আমদানি খরচ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা খসড়া তালিকায় আল আমিন-জীবনরা এনআইডি সেবা হাতে রাখতে প্রধান উপদেষ্টা ও তিন মন্ত্রণালয়কে ইসির চিঠি বিশ্বকাপ খো খো : কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নি-প্রতিরোধ মহড়া ১৯ জানুয়ারি পাটগ্রামে সীমান্তে কাঁটাতারের বেড়ায় মদের বোতল দিল বিএসএফ

সকল