১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
ফলোআপ সংবাদ

ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

-

ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি কলেজে শিক্ষার্থীদের দু’গ্রুপের সংঘর্ষে উদ্ভূত পরিস্থিতি তদন্তের জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে কলেজ প্রশাসন। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খন্দকার রেজাউর রহমান।

সদস্যরা হলেন সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রশিদুল আলম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শাহীন কবির, অর্থনীতি বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম। মঙ্গলবার দুপুরে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: আমান উল্লাহ।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি কলেজের ছাত্রাবাসের সিট নবায়ন নিয়ে বসবাসকারী শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। রোববার দুপুরে শিক্ষকদের সভা কক্ষে ছাত্রদের সাথে বৈঠকে বসে হল স্টিয়ারিং কমিটির দায়িত্বে থাকা অধ্যাপক মো: শহীদুল্লাহ্। পরে তিন ছাত্রাবাসের নয় সদস্যর প্রতিনিধিদল সভা কক্ষে প্রবেশ করে বাদানুবাদে লিপ্ত হয়। একপর্যায়ে ছাত্রাবাসে অবস্থানকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কতিপয় কর্মীর নেতৃত্বে কিছু সংখ্যক বহিরাগত ছাত্র লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পরে। এসময় পাঁচ ছাত্র আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রদের তিনটি হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং তিনদিন ক্লাস বন্ধের ঘোষণা করে কলেজ প্রশাসন। এরপর সোমবার বিকেল থেকে ছাত্ররা হল ছেড়ে যায়। বৃহস্পতিবার থেকে কলেজের অ্যাকাডেমিক সব কার্যক্রম শুরু হবে বলেও জানান অধ্যক্ষ।


আরো সংবাদ



premium cement