ময়মনসিংহে আনন্দ মোহন কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- ময়মনসিংহ অফিস
- ১২ জানুয়ারি ২০২৫, ২১:৩০
ময়মনসিংহ নগরীর আনন্দ মোহন সরকারি কলেজে শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে ছাত্রাবাসের সিট ভাড়া ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে।
ছাত্রদের হলের সিট ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
উদ্ভূত পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ তিন দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে। এছাড়া অনির্দিষ্টকালের জন্য ছাত্রদের হল বন্ধ ঘোষণা ও সোমবার সকাল ৮টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে ছাত্রীরা হলে অবস্থান করতে পারবেন।
কলেজ সূত্রে জানা যায়, ছাত্রাবাসের সিট ভাড়া ও অন্যান্য বিষয় নিয়ে বিকেলে হলের শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন কলেজ সংশ্লিষ্টরা। ওই সভাতেই বাদানুবাদ ও হৈহুল্লর এবং দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে শিক্ষার্থীরা। একটি গ্রুপের সাথে বাইরের শিক্ষার্থীরাও যুক্ত হয়ে যায়। এরপর সন্ধ্যার দিকে শুরু হয় দু’পক্ষের মারামারি ও ধাওয়া পাল্টা-ধাওয়া। পরিস্থিতির চরম অবনতি হলে কলেজ কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে ক্যাম্পাসে যৌথ বাহিনীর সদস্যরা অবস্থান নেন। রাতে কলেজ কর্তৃপক্ষ জরুরি সভায় তিন দিন কলেজ বন্ধের ঘোষণাসহ ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফিকুল ইসলাম খান জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে আবারো সংঘর্ষের আশংকায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আনন্দ মোহন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আমানউল্লাহ সাংবাদিকদের জানান, ছাত্রাবাসের সিট নবায়ন ইস্যুতে শিক্ষার্থীদের দু’পক্ষের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত হয়। সন্ধ্যার পর আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো জানান, তিন দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ছাত্রদের হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ৮টার মধ্যে হলের ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে ছাত্রীদের ক্ষেত্রে এ নির্দেশ কার্যকর হবে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা