ভালুকায় বকেয়া বেতনের দাবিতে রোর ফ্যাশনের শ্রমিকরা ফের মহাসড়কে
- ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:১৬
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে আবারো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রোর ফ্যাশন কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার কাঠালী হাজিরবাজার ও পল্লীবিদ্যুৎ এলাকায় তারা মহাসড়ক অবরোধ করেন। এসময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) শ্রমিকরা মহাসড়কেই অবস্থান করছিল।
শ্রমিকরা জানান, রোর ফ্যাশনের কারখানায় প্রায় ১৫০০ শ্রমিক কর্মরত আছেন। অক্টোবর ও নভেম্বর এই দুই মাসের বেতন বকেয়া পড়েছে। কারখানা কর্তৃপক্ষ বারবার দেয়ার আশ্বাস দিয়ে তা না দেয়ায় এবং বেশ কয়েকবার বেতন দেয়া নিয়ে শ্রমিকদের সাথে টালবাহানা করায় গত ৯ ডিসেম্বর তারা মহাসড়ক অবরোধ করে। ওই সময় প্রশাসনের লোকজন ঘটনাস্থলে এসে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর তিন মাসের বেতন দেয়ার কথা ছিল। কিন্তু বকেয়া বেতন না দিয়ে কারখানা কর্তৃপক্ষ আবারো টালবাহানা শুরু করে। পরে তারা বাধ্য হয়ে প্রথমে কারখানার সামনে ও পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাজিরবাজার ও পল্লীবিদ্যুৎ এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে।
এসময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়ে দূরপাল্লার শত শত যানবাহনসহ বিভিন্ন গাড়ির যাত্রীরা। পরে দূরপাল্লার যানবাহনের চালকরা কয়েক কিলোমিটার ঘুরে সখীপুর সড়কে মল্লিকবাড়ি বাজার হয়ে ভালুকায় এসে ময়মনসিংহ যান।
ময়মনসিংহ শিল্পজোন ৫-এর পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ‘বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। আজ সকালে ওইসব বেতন দেয়ার কথা ছিল। কিন্তু বেতন না দেয়ার বিষয়ে শ্রমিকদের জানানো হলে শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা