০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

বাকৃবিতে নতুন কমিটি গঠন শিবিরের

বাকৃবিতে নতুন কমিটি গঠন শিবিরের - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সালের জন্যে সভাপতি ও সেক্রেটারি নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হয়েছেন ফখরুল ইসলাম এবং সেক্রেটারি আবু নাসির ত্বোহা।

বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন নব-নির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম।

এই কমিটি গঠনের মাধ্যমে দীর্ঘদিন পর প্রকাশ্যে এলো বাকৃবি শাখা ছাত্রশিবির। এর আগে গত ৫ জানুয়ারি সদস্যদের প্রত্যক্ষ ভোটে ফখরুল ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়।

ফখরুল ইসলাম জানান, কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সর্বাধিক ভোটপ্রাপ্ত হন।

নির্বাচনে ফলাফল ঘোষণার পর শপথ পাঠ করান সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

পরে নব-নির্বাচিত সভাপতি সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সেক্রেটারি হিসেবে আবু নাসির ত্বোহাকে মনোনীত করেন এবং তার নাম ঘোষণা দেন। এ সময় ২০২৫ সালের জন্য নতুন নেতৃত্বের মাধ্যমে বাকৃবি শাখাকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


আরো সংবাদ



premium cement