০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

গফরগাঁওয়ে বেকু ও জুয়ার সরঞ্জামসহ নৌকা জব্দ

- ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে দু’টি পৃথক অভিযানে খননযন্ত্র বেকু এবং জুয়ার আসরে হানা দিয়ে জুয়ার সরঞ্জামসহ বজড়া নৌকা জব্দ করেছে সেনাবাহিনী।

গত সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার রাতে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গফরগাঁও অস্থায়ী সেনাবাহিনীর ক্যাম্পের দায়িত্বরত মেজর আব্দুল্লাহ আল শরীফ তার টিম নিয়ে এসব অভিযান চালান।

জানা গেছে, উপজেলার ইউনিয়নে চরআলগী গ্রামে গত মঙ্গলবার রাতে অসাধু কিছু লোক অবৈধভাবে মাটি খননের যন্ত্র (বেকু) ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার জন্য পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় কেটে বালু বিক্রির সময় বেকু আটক করা হয়।

এছাড়াও পৃথক অভিযানে সোমবার সন্ধ্যায় উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের কুরচাই এলাকায় কালীবানার মাঝ নদীতে বজড়া নৌকার ভেতরে বসানো জুয়া আসরে অভিযান চালায় সেনাবাহিনী।

সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে নদের পাড় কাটার কাজে নিয়োজিত লোকজন এবং নৌকার জুয়াড়িরা পালিয়ে যায়। পরে বেকু মেশিন ও জুয়ার আসর বসানো বজড়া নৌকাটি জব্দ করা হয়।

এ বিষয়ে মেজর আবদুল্লাহ আল শরীফ জানান, স্থানীয় লোকজন বিষয়টি সেনাবাহিনীকে জানালে জনস্বার্থে এসব ব্যবস্থা নেয়া হয়।


আরো সংবাদ



premium cement