০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

সরিষাবাড়ীতে ট্রেন-ট্রাক দুর্ঘটনায় আহত ৩, ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকা

- ছবি : নয়া দিগন্ত

জামালপুরের সরিষাবাড়ীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় খণ্ড-বিখণ্ড হয়ে গেছে সার বোঝাই ট্রাক। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত ও চালক শামসুল হক (৬৫) আহতসহ ট্রাকের দুই হেলপার আহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সরিষাবাড়ী পৌরসভার মূলবাড়ি (তালুকদারবাড়ি) রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রায় ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এছাড়া সরিষাবাড়ী-তারাকান্দি-ঢাকা মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেন চালক শামসুল হক জানান, ‘ভুঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৩৮ আপ মেইল ট্রেন তালুকদারবাড়ি মোড় রেলক্রসিং পার হওয়ার সময় সার বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মুহূর্তেই ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ট্রেনের চালকসহ ট্রাকের দুইজন হেলপার আহত হন ‘

স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে রেলওয়ে কর্মকর্তাসহ পুলিশ ও ফায়ারসার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় ট্রাক চালক মজনু মিয়া ও সহকারীকে উদ্ধার করে ভুঞাপুর পাঠিয়ে দেয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, ঘোড়াশাল থেকে সারভর্তি ট্রাক (ঢাকা মেট্টো ট ২২-৬৩২২) তারাকান্দির দিকে যাচ্ছিল। এ সময় তালুকদারবাড়ি রেলক্রসিংয়ের গেটম্যান পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামের আব্দুল কাদেরের ছেলে চান মিয়া উপস্থিত ছিলেন না। ফলে রেলক্রসিংয়ের বারটি নামানো না হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, গেটম্যান চান মিয়া জুয়া খেলায় আসক্ত। প্রায়ই তিনি কাজে অবহেলা করে থাকেন।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ‘দুর্ঘটনায় আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা।’

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, ‘গেটম্যান অনুপস্থিত থাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় ৫ ঘণ্টা পর সকাল ১০টার দিকে ট্রেনটি ছেড়ে যায়।’

তিনি আরো জানান, ‘ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালক-হেলপার কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement