সরিষাবাড়ীতে ট্রাক্টরচাপায় শ্রমিকের মৃত্যু
- সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
- ০৭ জানুয়ারি ২০২৫, ২১:২৬, আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ২১:২৮
জামালপুর সরিষাবাড়ীতে ট্রাক্টর থেকে পা পিছলে নয়ন শেখ (১৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসরা মাজালিয়া প্রধান সড়কে ঘটনা ঘটে।
নিহত শ্রমিক ওই গ্রামের দিনমজুর আয়নাল শেখের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বয়ড়া থেকে বালুবোঝাই একটি ট্রাক্টর ধনবাড়ির দিকে রওনা করে। পথে হাসরা মাজালিয়া এলাকায় শ্রমিক নয়ন শেখ ওই ট্রাক্টরে ওঠছিল। এ সময় পা পিছলে তিনি পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে কর্তব্যরত চিকিৎসক ডা: রবিউল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া এ বিষয়টি নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা