ময়মনসিংহে শীতার্তদের মাঝে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ
- ময়মনসিংহ অফিস
- ০৭ জানুয়ারি ২০২৫, ২০:৫২
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ প্রশিক্ষণের মহড়া পরিদর্শন এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সেনাপ্রধান মহড়া শেষে কাকনী-শিমুলিয়া এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশন ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এ মোতায়েন থাকার পাশাপাশি বাৎসরিক যৌথ প্রশিক্ষণেও অংশগ্রহণ করছে। এর ধারাবাহিকতায় ১৯ পদাতিক ডিভিশনের বাৎসরিক যৌথ প্রশিক্ষণ চলাকালীন ৭৭ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাকনী-শিমুলিয়া এলাকায় ব্রিগেড সংরক্ষিত দল মোতায়েনের একটি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ন্যায় এ বছরও ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের সেনাসদস্যরা শীত মৌসুমে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ১৯ পদাতিক ডিভিশন এ ধরণের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে বলে সেনাবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সেনাবাহিনী সদর দফতরের মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স, জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া, কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগেডসহ ঘাটাইল অঞ্চলের অন্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা