গফরগাঁওয়ে ঘোড়ার চড়ে স্কুল শিক্ষকের বিদায়
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০৪ জানুয়ারি ২০২৫, ১৮:১৯
ময়মনসিংহের গফরগাঁওয়ে কর্মজীবনের ইতি টেনে বিদায় নিলেন উপজেলার ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উবায়দুর রহমান মানিক।
মঙ্গলবার কর্মদিবসের শেষ দিন তাকে ঘোড়ার চড়িয়ে বাড়ি পৌঁছে দিয়েছেন সহকর্মী ও শিক্ষার্থীরা।
শিক্ষক উবায়দুর রহমান মানিক উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বাসিন্দা। তার বিদায় উপলক্ষে এক বর্ণিল আয়োজন করা হয়। বিভিন্ন ফুলের মালা দিয়ে সাজানো হয় ঘোড়া। সে ঘোড়ায় চড়ে বাড়ি ফেরেন তিনি। বিদ্যালয়ের সহকর্মী ও শিক্ষার্থীদের এমন আয়োজন দেখে উবায়দুর রহমান মানিক আবেগে আপ্লুত হয়ে পড়েন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, উবায়দুর রহমান মানিক ১৯৮৮ সালে গফরগাঁও ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) হিসেবে যোগদান করেন। ৩৭ বছর শিক্ষকতা জীবনে ইতি টানলেন তিনি। কর্মজীবনে তিনি ছিলেন সৎ, বিচক্ষণ ও দায়িত্বশীল মহান ব্যক্তিত্ব।
বিদায়কালে শিক্ষক উবায়দুর রহমান মানিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি বিদায় নিচ্ছি, কিন্তু সবার জন্য দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলাউদ্দিন বাদল বলেন, ‘বিদায় বড় কষ্টের তবুও মানতে হবে। আমাকেও এভাবে এক দিন বিদায় নিতে হবে। একজন শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে তাকে সুসজ্জিত ঘোড়ায় করে বাড়ি পৌঁছে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের স্মরণে রাখতেই এমন ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।
এ সময় বিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা