০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

নির্বাচনের সময় দীর্ঘ হলে ষড়যন্ত্র হতে পারে : গোলাম পরওয়ার

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার - ছবি : নয়া দিগন্ত

নির্বাচনের সময় দীর্ঘ হলে নতুন ষড়যন্ত্র হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ছয় থেকে সাত মাসের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আরকে উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মলেনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গত ১৫ বছরের স্বৈরশাসনে বাংলাদেশ নামক রাষ্ট্রযন্ত্রের সব বিভাগ যে পরিমাণ দলীয়করণ আর দুর্নীতিতে ডুবে গেছে, সবটা সংস্কার করা এ অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়। এটা সময়সাপেক্ষ ব্যাপার।’

তিনি বলেন, ‘একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কমপক্ষে রাষ্ট্রের যে সমস্ত বিভাগ সংস্কার করা প্রয়োজন, যেমন নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, সিভিল প্রশাসন-এ রকম নির্বাচনের সাথে সংশ্লিষ্ট পাঁচ থেকে সাতটি বিভাগকে সংস্কার করে ছয় থেকে সাত মাসের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব।’

তিনি আরো বলেন, ‘খুব সংক্ষেপণ যেমন সম্ভব নয়, তেমনি লম্বা সময়েরও প্রয়োজন নেই। মাঝামাঝি ন্যূনতম সংস্কারে যতটুকু সময় প্রয়োজন, বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারকে সে সময় দিতে রাজি আছি। কারণ কোনো সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারো ১৪, ১৮ ও ২৪ এর মতো হবে। এটা করে লাভ কী। যে নিরপেক্ষ নির্বাচনের আশায় ১৮ বছর পার করলাম, দু’ মাস সময় দেরি করেও যদি নির্বাচন নিরপেক্ষ হয়। আমরা সেই নির্বাচনই চাই।’

সেক্রেটারি জেনারেল বলেন, ‘ইতোমধ্যে কিছু কিছু লোক পাগল হয়ে গেছে, ওরা চায় কাল ভোট হলেই ভালো হয়। দরকার কী, তুমি তো ১৫ বছর ধৈর্য্য ধরেছে, আরো একটু ধৈর্য্য ধরলে, সেই নির্বাচনটা হোক যে নির্বাচনে সবাই খুশি হয়। এত তাড়াহুড়ার মধ্যে আমরা কোনো সৎ উদ্দেশ্য দেখি না, অসৎ উদ্দেশ্যই দেখা যায়। একটু সবর করেন, ভোট হলে জনগণ যাকে ভোট দিবে, সেই ক্ষমতায় যাবে।’

তিনি বলেন, ‘পতিত ফ্যাসিবাদ সরকার প্রধান শেখ হাসিনা আমাদের নেতাদের ফাঁসি দিতে গিয়ে মিথ্যা মামলা, মিথ্যা এজাহার, মিথ্যা বাদী, মিথ্যা সাক্ষী দেয়া লাগছে। আর হাসিনার ফাঁসির জন্য মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী লাগবে না, সত্য সাক্ষী দিয়ে তোমাকে ১০০ বার ফাঁসি দেয়া সম্ভব হবে।’

কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখার আমির অধ্যাপক মো: শামছুল হকের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগরীর আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় পরিষদ সদস্য ও ঢাকা উত্তর মহানগরীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ আঞ্চলিক পরিচালক ড. সামিউল হক ফারুকী, ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম, নায়েবে আমীর অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, মুক্তাগাছা পৌর জামায়াতের আমির আফতাবুর রহমান আকন্দ প্রমুখ।


আরো সংবাদ



premium cement

সকল