০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

ভালুকায় ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার ২

- ছবি : প্রতীকী

ময়মনসিংহের ভালুকায় মেদিলা মোড় থেকে শাকিব হাসান (২৫) ও সিমান্ত (৩০) নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

মঙ্গলবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি টয়োটা প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার তেরারিয়া গ্রামের মিঠু মিয়ার ছেলে শাকিব হাসান ও ময়মনসিংহ শহরের নওমহল এলাকার ইলিয়াস মিয়ার ছেলে সিমান্ত।

জানা গেছে, গত সোমবার রাতে ময়মনসিংহ শহরের আর কে মিশন রোডের বাসিন্দা এমদাদুল হকের একটি টয়োটা গাড়ি ভালুকা উপজেলার হাজির বাজার এলাকা থেকে ছিনতাই হয়। পরে গাড়ির মালিক সরকারি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করে। ভালুকা মডেল থানা পুলিশ মঙ্গলবার ভোর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement