ভালুকায় পৌর বিএনপির আহ্বায়কের কম্বল বিতরণ
- আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)
- ৩০ ডিসেম্বর ২০২৪, ২১:২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহের ভালুকায় শীতার্তদের মাঝে সাত শতাধিক কম্বল বিতরণ করেছেন পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড মুচিভিটায় এসব কম্বল বিতরণ করা হয়।
হাতেম খান বলেন, প্রতিবছরের ন্যায় এবারো তিনি তার নিজস্ব অর্থায়নে পৌরসভার ৯ ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। এরই অংশ হিসেবে পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডে কম্বল বিতরণ করা হয়েছে এবং রোববার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড মুচিভিটায় সাত শতাধিক কম্বল বিতরণ করা হয়। এসময় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক স্বপন বণিক ও সদস্য নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।